নয়াদিল্লি: ৭ বছর আগে লোকপাল বিলের দাবিতে তাঁর দুর্নীতিবিরোধী আন্দোলন কাঁপিয়ে দিয়েছিল ইউপিএ-কে। এবার এনডিএ সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামতে চলেছেন বর্ষীয়াণ সমাজকর্মী আন্না হাজারে। লোকপালের নিযুক্তির দাবির পাশাপাশি কৃষকদের দুরবস্থা ও ভোটসংক্রান্ত সংস্কারের দাবিতে আজ থেকে ফের সত্যাগ্রহ আন্দোলন শুরু করছেন তিনি।
জানা গিয়েছে, মহারাষ্ট্র সদন থেকে রাজঘাটে গিয়ে মোহনদাস কর্মচন্দ গাঁধীর সমাধিস্থলে শ্রদ্ধার্ঘ্য দিয়েছেন আন্না। তারপর ফিরোজশাহ কোটলার পাশে শহিদি পার্কে গিয়ে শহীদদের শ্রদ্ধাঞ্জলি দেন। কৃষকদের সঙ্গে হাজির হয়েছেন রামলীলা ময়দানে। এখান থেকেই শুরু হচ্ছে তাঁর দ্বিতীয় দফার এই সত্যাগ্রহ।
ইউপিএ ২-র সময় এই রামলীলা ময়দানে আন্না হাজারের দুর্নীতিবিরোধী আন্দোলনে সমবেত হন হাজার হাজার মানুষ। এখান থেকেই পরিচিত মুখ হয়ে ওঠেন অরবিন্দ কেজরীবাল। আম আদমি পার্টির সূচনাও হয় এই আন্দোলনের মাধ্যমে।
কৃষকদের সমস্যা নিয়ে আজ থেকে আবার সত্যাগ্রহে বসছেন আন্না হাজারে
ABP Ananda, Web Desk
Updated at:
23 Mar 2018 12:05 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -