জানা গিয়েছে, মহারাষ্ট্র সদন থেকে রাজঘাটে গিয়ে মোহনদাস কর্মচন্দ গাঁধীর সমাধিস্থলে শ্রদ্ধার্ঘ্য দিয়েছেন আন্না। তারপর ফিরোজশাহ কোটলার পাশে শহিদি পার্কে গিয়ে শহীদদের শ্রদ্ধাঞ্জলি দেন। কৃষকদের সঙ্গে হাজির হয়েছেন রামলীলা ময়দানে। এখান থেকেই শুরু হচ্ছে তাঁর দ্বিতীয় দফার এই সত্যাগ্রহ।
ইউপিএ ২-র সময় এই রামলীলা ময়দানে আন্না হাজারের দুর্নীতিবিরোধী আন্দোলনে সমবেত হন হাজার হাজার মানুষ। এখান থেকেই পরিচিত মুখ হয়ে ওঠেন অরবিন্দ কেজরীবাল। আম আদমি পার্টির সূচনাও হয় এই আন্দোলনের মাধ্যমে।