২০ মার্চ রাতে একটি হাতে আঁকা ছবি টুইট করেন কেজরিবাল। ছবিতে ছিল, একটি লোক মানুষ ঝাঁটা হাতে তাড়া করছে একটি স্বস্তিক চিহ্নকে। ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই হৈ চৈ শুরু হয়ে যায়। অনেকে টুইটারে তীব্র আক্রমণ করেন কেজরিবালকে। আপের তরফে সাফাই দেওয়া হয়, কেজরিবাল হিন্দু স্বস্তিককে আক্রমণ করেননি, ওটা নাৎসিবাদের প্রতীক চিহ্ন।
দিল্লির বিজেপি নেতা বিজেন্দ্র গুপ্ত বলেন, ঠিক কী বার্তা দিতে চেয়েছেন কেজরিবাল? বিজেপির তরফে আম আদমি পার্টিকে অবৈধ ঘোষণা ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাধা সৃষ্টির চেষ্টার অভিযোগে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
মঙ্গলবার "গরু নিয়ে রাজনৈতিকীকরণ" ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাধাসৃষ্টির অভিযোগে আপ পার্টির বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি। লোকসভার আপ প্রার্থী রাঘব চড্ডা টুইট করে, বিজেপির বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচার করছে, সঙ্গে ছবি দেন, একটি গাই-বাছুর দরজায় দাঁড়িয়ে রয়েছে। এর বিরুদ্ধেই নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করে বিজেপি।