নয়াদিল্লি: চেন্নাইয়ের এক ব্যবসায়ীকে বুধবার দিল্লি পুলিশ গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, হোটেলে ঝাড়খণ্ড থেকে আসা এক ছাত্রীর পোশাক বদলের ছবি লুকিয়ে তুলেছিলেন ওই ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে পশ্চিম দিল্লির কীর্তি নগরের জাগির হোটেলে।
রাঁচি থেকে আসা ২৩ বছর বয়সি ওই পড়ুয়া থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগদের ভিত্তিতেই গ্রেফতার ওই ব্যবসায়ী, খবর পুলিশ সূত্রে। ওই পড়ুয়া একটি এডুকেশনাল ট্যুরে তাঁর অন্য সহপাঠীদের সঙ্গে দিল্লি এসেছিলেন।যে হোটেলে ওই ব্যবসায়ী উঠেছেন, সেই একই হোটেলে ওঠেন ওই তরুণী। আপাতত ব্যবসায়ীর মোবাইলটিও রয়েছে পুলিশ হেফাজতে।
মঙ্গলবার ঘটনার সময় তরুণী বাথরুমে ছিলেন। সেখানেই পোশাক বদলের সময় তাঁর মনে হয়, কেউ একজন ভেন্টিলেটর দিয়ে তাঁর ওপর নজর রাখছেন। সেইসময়ই ওই তরুণী মোবাইলটিও দেখতে পান। এরপরই তরুণী তাঁর বন্ধু ও শিক্ষকদের সতর্ক করেন এবং পুলিশে অভিযোগ দায়ের করেন। এরপরই হোটেলে এসে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।
দিল্লির হোটেলে মহিলার পোশাক বদলের ছবি লুকিয়ে তুলে গ্রেফতার ব্যবসায়ী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Feb 2018 10:50 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -