নয়াদিল্লি: এবার নয়াদিল্লিতে পাল্টা মার প্রবাসী আফ্রিকানদের! পুলিস জানিয়েছে, সোমবার ভোরে মেহরাউলির কাছে বচসার জেরে এক ট্যাক্সিচালককে মারধর করে একদল আফ্রিকান। প্রহৃত ট্যাক্সিচালকের নাম নুরুদ্দিন, জানিয়েছে পুলিশ। অভিযোগ, আনুমানিক ৫১ বছর বয়সি নুরুদ্দিনের ওপর ঝাঁপিয়ে পড়ে দুই মহিলা সহ ৬ জনের একটি দল। মুখে একাধিক আঘাত, ক্ষত নিয়ে তাঁকে এইমস-এ পাঠানো হয়। ৬টি সেলাই পড়েছে মুখে।

সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর,দিল্লি পুলিশের এক অফিসার বলেছেন, ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির মেহরাউলির রাজপুর খুরদ এলাকায়। গত সপ্তাহে ওই এলাকাতেই আফ্রিকানদের ওপর চারটি পৃথক হামলার ঘটনা ঘটেছে। ভোর চারটেয় সেখানে যাত্রীদের তুলতে গিয়েছিলেন নুরুদ্দিন। কিন্তু আফ্রিকিয় বংশোদ্ভূত চার পুরুষ, দুজন মহিলার দলটি তাঁর গাড়িতে ওঠার জন্য পীড়াপীড়ি করতে থাকে। চারজনের বেশি যাত্রী তোলার নিয়ম নেই বলে জানিয়ে চালক আপত্তি করেন। রেগে গিয়ে দলটি তাঁকে মারধর করে বলে অভিযোগ। তবে রোয়ান্ডা থেকে আসা এক মহিলাকে ফেলে বাকি হামলাকারীরা চম্পট দেয় বলে জানিয়েছে পুলিশ। ডিসিপি, সাউথ ঈশ্বর সিংহ বলেছেন, আমরা মামলা রুজু করেছি। রোয়ান্ডার মহিলাকে জেরা করে বাকিদের খোঁজ পাওয়ার চেষ্টা চলছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

নয়াদিল্লিতে পরপর আফ্রিকার নানা দেশ থেকে আসা লোকজনের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় কূটনৈতিক স্তরে ভারতের সঙ্গে আফ্রিকার দেশগুলির সমস্যা তৈরি হতে চলেছে। রাজধানীতে অটোয় ওঠা নিয়ে বিবাদের জেরে কঙ্গোর এক নাগরিককে মেরে ফেলার জেরে সে দেশে বসবাসকারী ভারতীয়দের ওপর বিক্ষিপ্ত হামলা হয়েছে। কঙ্গোর রাজধানী কিসসাসায় গত সপ্তাহেই ভারতীয়দের দোকানে হামলা করা হয়েছে। গুলি চলেছে।