'গোলি মারো’ স্লোগান, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের সভা নিয়ে রিপোর্ট তলব দিল্লির মুখ্য নির্বাচন আধিকারিকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Jan 2020 10:22 AM (IST)
কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরের বিতর্কিত বিতর্কিত মন্তব্য নিয়ে দিল্লির রিথালা বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারের কাছে রিপোর্ট তলব দিল্লির মুখ্য নির্বাচন আধিকারিক (সিইও)। সোমবার দিল্লির বিধানসভা ভোটের প্রচারে এক জনসভায় উপস্থিত জনতাকে ‘গোলি মারো’ স্লোগান দিতে অনুরাগ চালিত করেন বলে অভিযোগ।
নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরের বিতর্কিত মন্তব্য নিয়ে দিল্লির রিথালা বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারের কাছে রিপোর্ট তলব দিল্লির মুখ্য নির্বাচন আধিকারিক (সিইও)-র। সোমবার দিল্লির বিধানসভা ভোটের প্রচারে এক জনসভায় উপস্থিত জনতাকে ‘গোলি মারো’ স্লোগান দিতে অনুরাগ চালিত করেন বলে অভিযোগ। সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-র বিরুদ্ধে প্রতিবাদকারীদের তীব্র সমালোচনার পর অনুরাগের সভায় এই স্লোগান ওঠে বলে অভিযোগ। রিথালার বিজেপি প্রার্থী মণীশ চৌধুরীর সমর্থনে অনুরাগের এক জনসভায় এই স্লোগান ওঠে বলে অভিযোগ। এই ঘটনা ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। কংগ্রেস এ ব্যাপারে অনুরাগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানায়। দিল্লির মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরের এক পদস্থ আধিকারিক বলেছেন, এই ঘটনায় জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। তবে এ ব্যাপারে এখনও কোনও অভিযোগ সিইও-র কাছে আসেনি। অভিযোগ, ওই জনসভায় কেন্দ্রীয় অর্থ দফতরের প্রতিমন্ত্রী অনুরাগ স্লোগান তোলেন ‘দেশ কে গদ্দারোঁ কো....’। এর জবাবে সভার জনগন পাল্টা চিত্কার করে স্লোগান সম্পূর্ণ করে বলতে থাকেন—‘গোলি মারো...’। ওই সভায় অনুরাগ শাহিনবাগে সিএএ-বিরোধী প্রতিবাদকারীদের সঙ্গে বিরোধী দলগুলির যোগের কথা উল্লেখ করেন। এরপর তিনি ওই জনতাকে ওই স্লোগান দিতে বলেন বলে অভিযোগ।