করোনা সংক্রমণ নেই কেজরীবালের, টেস্টের ফল নেগেটিভ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Jun 2020 06:42 PM (IST)
করোনাভাইরাসের সংক্রমণ হয়নি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের। তাঁর করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
নয়াদিল্লি: করোনাভাইরাসের সংক্রমণ হয়নি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের। তাঁর করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। এমনটাই খবর সংবাদমাধ্যমে মঙ্গল কেজরীবালের কোভিড-১৯ পরীক্ষা করা হয়। জ্বর ও গলা ব্যাথার মতো অসুস্থতার জন্য দিল্লির মুখ্যমন্ত্রীর করোনা টেস্ট করা হয়।
জ্বর ও গলা ব্যাথার মতো অসুস্থতার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কেজরীবাল সেল্ফ কোয়ারেন্টিনে চলে যান। রবিবার বিকেল থেকেই তিনি কোনও বৈঠকে যোগ দেননি।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -