নয়াদিল্লি: নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে আজ কংগ্রেস সত্যাগ্রহে বসেছে রাজঘাটে। সত্যাগ্রহে যোগ দিয়েছেন দলের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গাঁধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, প্রাক্তন সভাপতি রাহুল গাঁধী, সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী ও ওয়ার্কিং কমিটির সদস্যরা সহ দলের শীর্ষ নেতারা। সত্যাগ্রহে সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন সনিয়া, মনমোহন ও রাহুল।



সংশোধিত নাগরিকত্ব আইনকে অসাংবিধানিক আখ্যা গিয়ে বিরোধিতা করছে কংগ্রেস। প্রিয়ঙ্কা শনিবার এক বিবৃতিতে নতুন নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি)-কে সংবিধানের মৌলিক চিন্তাভাবনার পরিপন্থী আখ্যা দিয়ে দাবি করেছিলেন যে, মানুষের কণ্ঠস্বর ধামাচাপা দিতে সরকার স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, এনআরসি-র নামে দরিত্রদের প্রতারিত করা হবে।
কংগ্রেস সংগঠনের মহাসচিব কেসি বেণুগোপাল জানিয়েছিলেন যে, সোমবার মহাত্মা গাঁধীর সমাধিস্থলে কাছে সত্যাগ্রহ করা হবে। তিনি দাবি করেছিলেন, কেন্দ্র ও বিজেপি শাসিত রাজ্যগুলি যুবক ও ছাত্রদের বিরুদ্ধে বলপ্রয়োদ করছে। এতে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।