নয়াদিল্লি: এবার করোনার থাবা দিল্লির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের সদর দফতরে। সংবাদসংস্থা প্রকাশিত খবর অনুযায়ী, ওই বিল্ডিংয়ে কর্মরত এক ড্রাইভারের করোনা রিপোর্ট পজিটিভ আসার পরই গোটা দফতর সিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রের খবর রাজধানীর লোধি রোডে সিআরপিএফ-এর ওই বিল্ডিং সম্পূর্ণভাবে স্যানিটাইজ করা হবে।
শনিবার দেশের সবথেকে প্রাচীন আধাসামরিক বাহিনীর সদর দফতর থেকে জানিয়ে দেওয়া হয়, ব্যাটালিয়নের ১২২ জন জওয়ান করোনা আক্রান্ত। বিগত দুই সপ্তাহ ধরে তাঁদের করোনা পরীক্ষা হয় এবং এঁদের প্রত্যেকের রিপোর্ট পজিটিভ আসে। সিআরপিএফের তরফে আরও বলা হয়, ৩১ ব্যাটালিয়নের জওয়ানরা বেশি সংখ্যায় আক্রান্ত হওয়ার কারণেই গোটা সদর দফতর সিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, আরও ১০০ জন জওয়ানের করোনা পরীক্ষা করা হয়েছে, সেই রিপোর্ট এখনও হাতে আসেনি। রাজধানীর মণ্ডাবলীতে আক্রান্ত জওয়ানদের চিকিৎসা চলছে। জওয়ানদের এভাবে একের পর এক করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের।
দিল্লিতে শুধু সিআরপিএফ-এর সদর দফতরই নয়, ৪৮ ঘণ্টার জন্য সিল করে দেওয়া হয়েছে নীতি আয়োগের অফিসও। মঙ্গলবারই নীতি আয়োগের তরফে ট্যুইট করে জানিয়ে দেওয়া হয়, এক কর্মচারীর করোনা রিপোর্ট পজিটিভ আসায় গোটা ভবন সিল করা হল। স্বাস্থ্য দফতরের নির্দেশিকা মেনেই বাকি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়।