পিএনবি কেলেঙ্কারির মধ্যেই প্রকাশ্যে এল আরও এক ব্যাঙ্ক প্রতারণাকাণ্ড, এবারও অভিযুক্ত এক হীরে ব্যবসায়ী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Feb 2018 02:58 PM (IST)
নয়াদিল্লি: পিএনবি সহ আরও বেশ কয়েকটি ব্যাঙ্ককে কোটি কোটি টাকা প্রতারণায় যখন নীরব মোদীকে নিয়ে সরগরম দেশ, তখনই সামনে এল আরও একটি প্রতারণার ঘটনা। এবার নজরে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স। ওরিয়েন্টাল ব্যাঙ্ক থেকে ধার নিয়ে প্রায় ৩৮৯.৮৫ কোটি টাকা ফাঁকি দিয়ে পালিয়েছে অপর এক হীরে ব্যবসায়ী। এই প্রতারণা সিবিআইয়ের কাঠগড়ায় রয়েছে দ্বারকা দাস শেঠ ইন্টারন্যাশনাল নামে এক সংস্থা। ২০০৭ সালে ঘটনার সূত্রপাত। ২০০৭ থেকে ২০১২ সালের মধ্যে ওবিসি থেকে লেটার অফ আন্ডারস্ট্যান্ডিং ব্যবহার করে বিভিন্ন ধরনের ধার নিয়েছিলেন অভিযুক্ত হীরে ব্যবসায়ী। পরে সেই ধারের অঙ্কটি বেড়ে দাঁড়ায় ৩৮৯ কোটি টাকা। এরপর ব্যাঙ্ক কর্তৃপক্ষ দেখে এলওইউ ব্যবহার করে বিভিন্ন ক্রেডিটরদের সোনা এবং দামি পাথরের দাম মেটাচ্ছে ওই হীরে ব্যবসায়ীর সংস্থা। এদিকে আবার জাল লেনদেন-এর নথি তৈরি করে প্রচুর সোনা ও টাকাও বাইরে পাচার হয়ে যাচ্ছে, এমন তথ্যও আসে ওবিসির হাতে। এরপরই এফআইআর করে ব্যাঙ্ক। বর্তমানে সেটি সিবিআইয়ের অধীনে রয়েছে। ব্যাঙ্ক অভিযোগ জানানোর ছ মাস বাদে সিবিআই ওই সংস্থা, সভ্য সেঠ, রীতা শেঠ, কৃষ্ণা কুমার সিংহ, রবি সিংহ এবং সংস্থার অন্য ডিরেক্টরদের এই মামলায় অভিযুক্ত করে। ওই সংস্থা ছাড়াও, দ্বারকা দাস শেঠ এসইজেড ইনকর্পোরেশনের বিরুদ্ধেও মামলা শুরু হয়েছে।