নয়াদিল্লি: বুধবার দিল্লির এক শিশু চিকিৎসককে আটক করে পুলিশ। তাঁর কাছ থেকে ১০০ টাকার নোটের মোট ৭০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। এরপরই তাঁকে গ্রেফতার করে পাহারগঞ্জ থানার পুলিশ। অভিযুক্ত চিকিৎসকের নাম নাল্লাল।
সূত্রের খবর, বুধবার অভিযুক্ত চিকিৎসক যখন গাড়িতে বান্ডিল বান্ডিল একশো টাকার নোট তুলছিলেন, তখন এক পথচলতি মানুষের নজরে পড়ে সেই ঘটনাটি। তিনিই পুলিশে খবর দেন। পুলিশ এসে চিকিৎসককে আটক করে থানায় নিয়ে যায়। সেখানে গিয়ে দেখা যায় চিকিৎসকের কাছে মোট ৬৯,৮৬,০০০ টাকা রয়েছে।
অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করে পুলিশ জেরা শুরু করে। জেরায় চিকিৎসক জানিয়েছেন, তাঁর এক ব্যবসায়ী বন্ধু তাঁকে এই টাকাগুলো রাখতে দিয়ে ছিলেন। তিনি এই টাকাগুলো সব তাঁর বাড়ি রাজৌরি গার্ডেনে নিয়ে যাচ্ছিলেন। ঘটনার কথা আয়কর দফতরকে জানানো হয়েছে, আপাতত তাঁরা তদন্ত শুরু করেছে।
১০০ টাকার নোটে ৭০ লক্ষ টাকা উদ্ধার, গ্রেফতার দিল্লির চিকিৎসক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Nov 2016 01:11 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -