গণপরিবহণে পড়ুয়াদের জন্য ভর্তুকি থাকা উচিত, প্রথমবার ভোট দিয়ে বললেন প্রিয়ঙ্কা গাঁধীর ছেলে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Feb 2020 04:15 PM (IST)
প্রথমবার ভোট দিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধীর ছেলে রেহান রাজীব ভঢরা। দিল্লি বিধানসভা নির্বাচনে মা প্রিয়ঙ্কা ও বাবা বর্বার্ট ভঢরার সঙ্গে রেহানকে দেখা গেল দিল্লির লোদি এস্টেটের ১১৪ ও ১১৬ নম্বর বুথের বাইরে। জীবনে প্রমথবার ভোটাধিকার প্রয়োগ করে রেহান বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের অনুভূতি দারুণ একটা ব্যাপার।
নয়াদিল্লি: প্রথমবার ভোট দিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধীর ছেলে রেহান রাজীব ভঢরা। দিল্লি বিধানসভা নির্বাচনে মা প্রিয়ঙ্কা ও বাবা বর্বার্ট ভঢরার সঙ্গে রেহানকে দেখা গেল দিল্লির লোদি এস্টেটের ১১৪ ও ১১৬ নম্বর বুথের বাইরে। জীবনে প্রমথবার ভোটাধিকার প্রয়োগ করে রেহান বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের অনুভূতি দারুণ একটা ব্যাপার। রেহান বলেছেন, আমার মনে হয়, প্রত্যেকের জন্যই গণ পরিবহণ ব্যবস্থার সুবিধা থাকা উচিত এবং পড়ুয়াদের জন্য এক্ষেত্রে ভর্তুকি থাকা দরকার। গত বছরের লোকসভা নির্বাচনেই প্রথমবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ ছিল রেহানের। কিন্তু লন্ডনে পরীক্ষা থাকায় সে যাত্রায় ভোট দেওয়া হয়নি তাঁর। ২০১৯-এর এপ্রিলে উত্তরপ্রদেশের অমেঠিতে মামা তথা তত্কালীন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর একটি রোড শো-তে বাবা-মায়ের সঙ্গে দেখা গিয়েছিল রেহান ও তাঁর বোন মারিয়াকে। ২০১৫-র বিধানসভা নির্বাচনে দিল্লিতে একটি আসনে পায়নি কংগ্রেস। এবার দলের পারফরম্যান্সে উন্নতির লক্ষ্যে ঝাঁপিয়েছে কংগ্রেস। রাজনৈতিক মহলের ধারণা, দিল্লিতে এবারের লড়াই মূলত শাসক দল আম আদমি পার্টি ও বিজেপির মধ্যে।