নয়াদিল্লি:  আজ দিল্লির বিধানসভা নির্বাচন। অরবিন্দ কেজরীবালের আপ, নাকি নরেন্দ্র মোদির বিজেপি আগামী ৫ বছরে দিল্লির শাসন কার হাতে থাকবে, তা ঠিক করে দেবে জনতা। সিএএ-এনপিআর-এনআরসি-র আবহে ৭০-টি আসনে পছন্দের প্রার্থী বেছে নেবে দিল্লির জনতা।জনগণ কাকে জয়ের মুখ দেখায়, তা জানা যাবে ১১ ফেব্রুয়ারি।

দিল্লিতে নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে ভোট দিলেন সাধারণ মানুষ থেকে সেলেবরা। বলিউড অভিনেতা রীতেশ দেশমুখ থেকে রিচা চড্ডা, ছোট পর্দার অভিনেত্রী কৃতিকা কর্মা থেকে শ্রুতি শেঠ যথা সময়ে ভোটদান করেন। ভোট দিয়ে ট্যুইটারে বার্তাও দেন ভক্তদের উদ্দেশ্যে। অন্যান্য তারকা  যেমন জিসান আয়ুব, রফতার, আমোল পরাসর ও টুইটারে বার্তা দেন ভক্তদের।

ভোট দিয়ে এসে রীতেশ দেখমুখ ট্যুইট করে লেখেন, 'দিল্লি, এবার ভোট দিয়ে সঠিক প্রার্থীকে বেছে নেওয়ার সময়। গত সমস্ত ঘটনা দেখে শুনে মানুষ বিচার করুক কে তাঁদের জন্য উপযুক্ত।'



ভোট দিয়ে এসে ট্যুইট করেন রীচা চড্ডাও। দিল্লির জনগনকে আগামীর দিন বদলের কথা বলেন তিনি।


দিল্লির বাসিন্দা জনপ্রিয় র‌্যাপার রফতার ট্যুইট করেন, 'কাজ দেখে ভোট দিন। আর অবশ্যই ভোট দিন'


ট্যুইট করেন জিসান আয়ুবও।


ছোটপর্দার অভিনেত্রী কৃতিকা কর্মা টুইটারে লেখেন, 'দিল্লির মানুষ, আপনাদের থেকে আশা রয়েছে।'


টুইট করেছেন আমোল পরাসর ও শ্রুতি শেঠ।