অঙ্কিতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন কেজরীবাল।
এর আগে অঙ্কিতের বাবা যশপাল সাক্সেনা তাঁর ছেলের খুনের ঘটনা নিয়ে সাম্প্রদায়িক রং না চড়ানোর আর্জি জানিয়েছিলেন। তিনি বলেছেন, কোনও বিশেষ ধর্ম বা সম্প্রদায়ের ওপর তাঁর কোনও ক্ষোভ বা বিদ্বেষ নেই। তিনি ছেলের খুনিদের কঠোর সাজার দাবি জানিয়েছেন।
এর আগে দিল্লি সরকার অঙ্কিতের পরিবারকে ন্যায় বিচার নিশ্চিত করতে সব ধরনের প্রচেষ্টার আশ্বাস দিয়েছিল।
গতকাল কেজরীবাল বলেছিলেন, অঙ্কিতের বাবার সঙ্গে কথা হয়েছে। যা হয়েছে তা নিন্দাজনক। অঙ্কিত যাতে ন্যায় বিচার পায়, তার জন্য উপযুক্ত অ্যাডভোকেটের বন্দোবস্ত করবে দিল্লি সরকার। দোষীদের যাতে কঠোর সাজা হয়, তা নিশ্চিত করতে সব ধরনের চেষ্টা করা হবে।