ছবি, ভিডিও অনলাইনে ফাঁসের হুমকি বয়ফ্রেন্ডের, আত্মঘাতী তরুণী
ABP Ananda, web desk | 13 Apr 2017 11:32 AM (IST)
নয়াদিল্লি: প্রাক্তন প্রেমিকের হুমকিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ২১ বছরের তরুণী। উত্তর দিল্লির রূপনগর এলাকায় এই ঘটনায় ওই তরুণীর প্রাক্তন বয়ফ্রেন্ডের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। আত্মঘাতী তরুণী সুইসাইড নোটে অভিযোগ করেছে যে, এই চরম পদক্ষেপ গ্রহণের জন্য দায়ী তার প্রাক্তন বয়ফ্রেন্ড। বাড়ি থেকে তার সঙ্গে পালিয়ে না এলে অভিযুক্ত দুজনের ছবি , ভিডিও অনলাইনে ফাঁস করার হুমকি দিয়েছিল তরুণীকে। মৃতের পরিবারের দাবি, প্রাক্তন বয়ফ্রেন্ডের বিরুদ্ধে ধর্ষণের মডেল টাউন থানায় মামলা দায়ের করেছিলেন ওই তরুণী। কিন্তু পুলিশ কোনও ব্যবস্থাই নেয়নি। যদিও পুলিশের এক পদস্থ আধিকারিক বলেছেন, মামলা দায়ের হয়েছিল ৮ এপ্রিল। কিন্তু তদন্তের প্রক্রিয়া শুরু করার আগে ওই দিনই ওই তরুণী আত্মহত্যা করে। অভিযুক্ত পটনার বাসিন্দা। তাকে ধরতে পুলিশের একটি দল সেখানে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত তরুণী বিকম স্তরে পড়াশোনা করছিলেন। তিনি স্নাতক কোর্স করতে মধ্যপ্রদেশ থেকে দিল্লিতে এসে অভিযুক্তের প্রেমে পড়েছিলেন।দুজনেই একই এলাকায় থাকতেন এবং বিয়ের পরিকল্পনাও করেছিলেন। কিন্তু পরে ওই সম্পর্ক ভেঙে যায়। তদন্তে আরও জানা গেছে, তিন বছর ধরে এই সম্পর্ক ছিল। কিন্তু উভয়ের পরিবারই এই সম্পর্ক মেনে নেয়নি। এই কারণেই অভিযুক্ত ওই তরুণীকে বাড়ি থেকে পালিয়ে তার সঙ্গে পটনায় যেতে চাপ দেয়। কিন্তু এতে রাজি ছিলেন না ওই তরুণী।