নয়াদিল্লি: মহারাষ্ট্রের পথে এবার দিল্লি। বাণিজ্য নগরীর পর রাজধানীতেও নিষিদ্ধ হতে চলেছে খুচরো সিগারেট-বিড়ি বিক্রি।
জনগনের স্বাস্থ্যের কথা ভেবে ও করোনা সংক্রমণের শৃঙ্খল রোখার ব্যবস্থা হিসেবে যে ভাবনাচিন্তা শুরু করেছে দিল্লি সরকার। গত সেপ্টেম্বরে মহারাষ্ট্র যে নিষেধাজ্ঞা চাপিয়েছে। দিল্লির সে পথে ভাবনাচিন্তা শুরু নিয়ে এক সরকারি আধিকারিক জানান, একেবারে প্রাথমিক স্তরে ভাবনাচিন্তা চলছে। নিয়ম রয়েছে তামাকজাত দ্রব্যে বিধিসম্মত সতর্কীকরণ না থাকলে তা বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা যায়। খুচরো সিগারেট-বিক্রির ক্ষেত্রে তেমনটা হয় না।
২০০৩ সালের তামাকজাত দ্রব্য বিক্রি সংক্রান্ত নিয়মের ৭ নম্বর ধারার ২ নম্বর উপধারায় উল্লেখ রয়েছে যে নিয়মের। যদিও নিষেধাজ্ঞা কড়াভাবে বলবৎ করার ক্ষেত্রে যে প্রশাসনকে বাড়তি দায়িত্ব নিতে হবে সেটা ভালোই জানেন আধিকারিররা। তাদের কাছে চ্যালেঞ্জ নিয়ম চালু হলে তা কঠোরভাবে বলবৎ করানো।
খুচরো সিগারেট বিক্রিতে নিষেধাজ্ঞার পথে দিল্লিও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Nov 2020 08:06 PM (IST)
নিয়ম রয়েছে তামাকজাত দ্রব্যে বিধিসম্মত সতর্কীকরণ না থাকলে তা বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা যায়।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -