নয়াদিল্লি: ষষ্ঠ পে কমিশনের প্রস্তাব অনুযায়ী দিল্লি সরকার সেখানাকার ৫৭৫টি বেসরকারি স্কুলকে ৯% সুদ সহ বাড়তি ফি অবিলম্বে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে। জুন ২০১৬ থেকে জানুয়ারি ২০১৮-র মধ্যে যে বাড়তি ফি নিয়ে ছিল বেসরকারি স্কুলগুলি, সেটাই সুদ সহ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, দিল্লির আপ সরকার এই নির্দেশিকা একটি রিপোর্টের ভিত্তিতে জারি করেছে। সম্প্রতি দিল্লি হাইকোর্ট দ্বারা গঠিত একটি কমিটি বিভিন্ন বেসরকারি স্কুলে এক সমীক্ষা চালায়। মূলত, ষষ্ঠ পে কমিশন লাগু করার আগে স্কুলগুলির ফি কাঠামো খতিয়ে দেখতে গিয়েই, এই বাড়তি ফি-র বিষয়টি কমিটির নজরে আসে। এখনও পর্যন্ত ১১৬৯টি স্কুলে সমীক্ষা চালানো হয়। তারমধ্যে ৫৭৫ টি স্কুলকে ফি ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
৫৭৫টি বেসরকারি স্কুলকে দিল্লি সরকারের নোটিস, ৯% সুদ সহ বাড়তি ফি ফেরত দিতে হবে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 May 2018 02:17 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -