নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী একজন সৎ ও শিক্ষিত ব্যক্তি, যিনি নীতি বোঝেন। বিজেপি-শাসিত রাজ্যগুলির মতো নয়। খোঁচা আম আদমি পার্টির।
সম্প্রতি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল ঘোষণা করেছেন, মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন যাঁরা, তাঁদের বিল মেটাতে হবে না। পাশাপাশি, ২০১ থেকে ৪০০ ইউনিট ব্যবহারকারীদের বিলেও ৫০ শতাংশ ভর্তুকি দেওয়ার ঘোষমা করেন মুখ্যমন্ত্রী। দিল্লি প্রশাসনের এই সিদ্ধান্তকে ‘নির্বাচনী স্টান্ট’ বলে কটাক্ষ করেন দিল্লি বিজেপির সভাপতি মনোজ তিওয়ারি। তাঁর দাবি, আগামী বছর দিল্লি বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এইসব ঘোষণা করছেন কেজরীবাল।
উত্তরে, এদিন আপের মুখপাত্র আতিশী বলেন, মনোজ তিওয়ারির যদি নিখরচায় বিদ্যুৎ পাওয়াতে এতই আপত্তি থাকে, তাহলে ওনার উচিত সাংসদ হিসেবে তিনি যে বিনামূল্য বিদ্যুতের সুবিধাভোগ করেন, তা ছেড়ে দেওয়া। আমি ওনাকে বলতে চাই, আপ-সরকার এই দামে বিদ্যুৎ বণ্টন করতে পারে, তার কারণ, এখানে একজন সৎ ও আইআইটি-শিক্ষিত মুখ্যমন্ত্রী রয়েছেন, যিনি নিজের নীতি সম্পর্কে ওয়াকিবহাল। গেরুয়া শিবিরকে কটাক্ষ করে অতিশী যোগ করেন, তবে বিজেপি এটা বুঝতে পারবে না। কারণ, না তাঁরা সৎ, না শিক্ষিত।
বিদ্যুৎ বিল: কেজরীবালকে সৎ-শিক্ষিত মানুষ বলে বিজেপিকে কটাক্ষ আপ নেত্রীর
Web Desk, ABP Ananda
Updated at:
01 Aug 2019 08:05 PM (IST)
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল ঘোষণা করেছেন, মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন যাঁরা, তাঁদের বিল মেটাতে হবে না।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -