নয়াদিল্লি :ফের এক স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ। উত্তর দিল্লির এক আশ্রমে প্রায় ১০০-র বেশি তরুণীকে আটকে রাখার অভিযোগের ঘটনায় আশ্রমের প্রতিষ্ঠাতাকে খুঁজে বের করতে সিবিআইকে নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। আগামী ৪ জানুয়ারীর মধ্যে আশ্রমের প্রতিষ্ঠাতা বীরেন্দ্র দেব দীক্ষিতকে আদালতে পেশ করার নির্দেশ দিয়েছে কার্যনির্বাহী প্রধান বিচারপতি গীতা মিত্তাল এবং বিচারপতি সি হরিশঙ্করের বেঞ্চ।
আশ্রমের তরফে দাবি করা হয়েছিল, আশ্রমে মেয়েদের অবৈধভাবে আটকে রাখা হয়নি। কিন্তু আশ্রমের ওই দাবি নিয়ে গতকাল সন্দেহ প্রকাশ করে আদালত। আদালত বলে, যদি তারা মুক্তই হয়, তাহলে তাদের চাবিবন্ধ দরজার ভেতরে রাখা হয়েছে কেন। আশ্রমের প্রতিষ্ঠাতা যদি সত্  হন তাহলে তিনি হাজিরা দিচ্ছেন না, সেই প্রশ্নও তোলে আদালত।
আশ্রমের আর্থিক দিক সংক্রান্ত বিস্তারিত জানতেও চেয়েছিল আদালত। বেঞ্চ প্রশ্ন করে, কোথা থেকেই অর্থ যোগাড় করা হচ্ছে।
এর আগে আদালত মহিলা ও তরুণীদের আটক রাখার অভিযোগ সম্পর্কে সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছিল।
ওই মহিলা ও তরুণীদের কাঁটাতার দিয়ে ঘেরা ''
'দূর্গে' লোহার দরজার আড়ালে 'পশুর মতো' রাখা হয়েছে।
বিষয়টির গুরুত্ব ও স্পর্শকাতরতার কথা মাথায় রেখে আদালত সিবিআই ডিরেক্টরকে তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দিয়েছিল।
ফাউন্ডেশন অফ সোশ্যাল এমপাওয়ারমেন্ট নামে এক এনজিও-র দায়ের করা জনস্বার্থ মামলার ভিত্তিতে দিল্লি হাইকোর্ট এই নির্দেশ দেয়। এনজিও-র পক্ষ থেকে আদালতের কাছে অভিযোগ জানানো হয় যে, 'স্পিরিচুয়াল ইউনিভার্সিটি' নামে ওই আশ্রমে বহু নাবালিকা ও মহিলাকে বেআইনিভাবে আটক রাখা হয়েছে এবং তাদের সঙ্গে তাদের বাবা-মাকেও দেখা করতে দেওয়া হচ্ছে না।
এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সঙ্গে সঙ্গেই কয়েকজন আইনজীবী ও দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়ালকে নিয়ে একটি কমিটি গঠন করে।
কমিটির রিপোর্টে প্রায় ১০০ জন তরুণী ও মহিলার ''ভয়াবহ' অবস্থায় থাকার কথা জানানো হয়। রিপোর্টে বলা হয়, 'পশুর মতো অবস্থায় রাখা হয়েছে তাদের এবং স্নানেরও কোনও গোপনীয়তা নেই'।

আশ্রমের পক্ষ থেকে জানানো হয়, তাদের চত্বরে ১৬৮ জন মহিলা থাকে। দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দিল্লি সরকারের স্বাস্থ্য বিভাগ মেডিক্যাল বোর্ড গঠন করেছে। ওই বোর্ডের সদস্যরা শীঘ্রই আশ্রমে গিয়ে আবাসিক তরুণী ও মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা করবে।