নয়াদিল্লি: দিল্লি হাইকোর্টে বোমাতঙ্ক!


দিল্লি হাইকোর্টে বোমা রাখা আছে বলে বৃহস্পতিবার সকালে উড়ো ফোন আসে দিল্লি পুলিশের কাছে। যার পরই গোটা আদালত চত্বরে হাই অ্যালার্ট জারি করা হয়।


দিল্লি পুলিশ জানিয়েছে, এদিন সকাল ১১টা নাগাদ ফোন আসে। এরপর কালক্ষেপ না করেই দিল্লি পুলিশের কুইক রিঅ্যাকশন টিমের (কিউআরটি) কম্যান্ডোরা হাইকোর্টের পাঁচ নম্বর গেটের কাছে পৌঁছে যায়। একইসঙ্গে, পৌঁছে যায় বম্ব ডিজপোজাল স্কোয়াড ও স্নিফার ডগ।


পুলিশ জানিয়েছে, যে ব্যক্তি কন্ট্রোল রুমে ফোন করে, সে দাবি করে যে আদালত চত্বরের মধ্যে বোমা লুকিয়ে রাখা হয়েছে। যদিও, গোটা আদালত চত্বর তন্নতন্ন করে খুঁজেও কোনও বোমার অস্তিত্ব মেলেনি।


ফোন করা ব্যক্তির খোঁজ করছে পুলিশ। কিন্তু, তার ফোন সুইচ অফ রয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনার পরই হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে বৈঠক করেন দিল্লি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। হাইকোর্ট চত্বরের নিরাপত্তাকে আরও জোরদার করার পক্ষে সওয়াল করা হয় বৈঠকে।