নির্বাচন বাতিলের দাবিতে পিটিশন, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী হর্ষ বর্ধনকে নোটিস দিল্লি হাইকোর্টের
Web Desk, ABP Ananda
Updated at:
11 Jul 2019 02:42 PM (IST)
২৪ সেপ্টেম্বর এ ব্যাপারে পরবর্তী শুনানির দিন স্থির করেছে আদালত।
নয়াদিল্লি: কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী হর্ষ বর্ধনকে নোটিস দিল্লি হাইকোর্টের বিচারপতি নবীন চাওলার। লোকসভা নির্বাচনে দিল্লির চাঁদনি চক কেন্দ্র থেকে হর্ষ বর্ধনের নির্বাচনকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে পিটিশন দিয়েছেন জনৈক অরুণ কুমার, নিজেকে ওই কেন্দ্রের ভোটার বলে দাবি করেছেন যিনি। পিটিশনারের অভিযোগ, বিজেপি নেতা হর্ষ বর্ধন তাঁর স্ত্রীর কেনা একটি আবাসিক অ্যাপার্টমেন্টের আসল দাম প্রকাশ না করে দুর্নীতিমূলক আচরণ করেছেন। এজন্য হর্ষ বর্ধনের লোকসভায় নির্বাচন বাতিল বলে ঘোষণার দাবি করেন তিনি। বিচারপতি চাওলা এর প্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রীর জবাব চেয়ে নোটিস দিয়েছেন আজ।
২৪ সেপ্টেম্বর এ ব্যাপারে পরবর্তী শুনানির দিন স্থির করেছে আদালত।
গত এপ্রিল, মে মাসে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে কংগ্রেসের জয় প্রকাশ অগ্রবাল ও আম আদমি পার্টির পঙ্কজ গুপ্তাকে হারিয়ে জয়ী হয়েছিলেন হর্ষ বর্ধন।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -