নয়াদিল্লি: মেডিক্যালের সর্বভারতীয় প্রবেশিকা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নীট) পরীক্ষায় বসার নির্ধারিত বয়সের ঊর্ধ্বসীমা সংক্রান্ত সিবিএসই-র নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্ট।
তবে, একইসঙ্গে আদালত এ-ও জানিয়েছে, মুক্ত বিদ্যালয় থেকে যারা বেসরকারিভাবে পড়াশোনা করেছে, তাঁদেরকেও পরীক্ষায় বসতে দিতে হবে। নির্দেশিকা থেকে পর্ষদের রাখা সংশ্লিষ্ট শর্ত বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।
এদিন, বিচারপতি সঞ্জীব খন্না ও বিচারপতি চন্দ্রশেখরের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দেয়, নীট পরীক্ষায় বসার জন্য সিবিএসই বয়সের যে মাপকাঠি ধার্য করেছে, তা আইনি ও বৈধ। প্রসঙ্গত, গত ২২ জানুয়ারি সিবিএসই-র জারি করা নির্দেশিকা অনুযায়ী, নীট পরীক্ষায় বসার ক্ষেত্রে সাধারণ ও সংরক্ষিত শ্রেণিভুক্ত পরীক্ষার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা যথাক্রমে ২৫ এবং ৩০ বছর রাখা হয়।