স্যুটকেস থেকে উদ্ধার সাত বছরের শিশুর দেহ, গ্রেফতার পরিচিত যুবক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Feb 2018 10:46 AM (IST)
নয়াদিল্লি: এক মাস আগে নিখোঁজ এক শিশুর দেহ পশ্চিম দিল্লির স্বরূপ নগর এলাকায় একটি অ্যাপার্টমেন্টে স্যুটকেস থেকে উদ্ধার করা হল। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ওই অ্যাপার্টমেন্টের ভাড়াটেকে। পুলিশ সূত্রে এ কথা জানানো হয়েছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, সাত বছরের ওই শিশুর দেহ উদ্ধার হওয়ার পর অভদেশ শাক্য নামে ২৭ বছরের আইএএস পরীক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। গত ৬ জানুয়ারি থেকে নিখোঁজ ছিল ওই শিশুটি। থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল। জেরায় অভদেশ জানিয়েছে, শিশুটি তাকে খুবই পছন্দ করত। কিন্তু শিশুটির বাবা-মার এতে আপত্তি ছিল। এই কারণেই সে শিশুটিকে খুন করে। অভদেশ দেহটি সরিয়ে ফেলে তার বাবা-মায়ের কাছ থেকে মুক্তিপণ আদায় করতে চেয়েছিল। কিন্তু ওই এলাকায় জোরদার পুলিশ প্রহরা থাকায় দেহটি সরাতে পারেনি অভদেশ। শেষপর্যন্ত স্যুটকেসে ভরে দেহটি রেখে দেয় সে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত একটা সময় নিহত শিশুর বাবার বাড়িতে ভাড়া থাকত। তখন থেকেই শিশুটির প্রিয়পাত্র হয়ে উঠেছিল সে।