সীমান্তে উত্তেজনার মধ্যেও অব্যাহত দিল্লি-লাহৌর বাস পরিষেবা
ABP Ananda, Web Desk | 27 Feb 2019 11:29 PM (IST)
নয়াদিল্লি: সীমান্তে উত্তেজনার পারদ ক্রমশ বাড়ছে। তবে ভারত-পাকিস্তান বাস পরিষেবায় তার কোনও প্রভাব পড়েনি। বুধবারও দিল্লি ও লাহৌরের মধ্যে বাস পরিষেবা স্বাভাবিক ছিল। দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশনের (ডিটিসি) ম্যানেজিং ডিরেক্টর মনোজ কুমার সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, "বাস পরিষেবা চলছে। এমনকী, আজও লাহৌরগামী বাসে ১০ জন যাত্রী হয়েছিল।" যদিও পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ের উপর জঙ্গি হামলা পরবর্তী অধ্যায়ে দিল্লি-লাহৌর বাসের যাত্রীসংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমেছে। দিল্লি গেট সংলগ্ন অম্বেদকর স্টেডিয়াম থেকে লাহৌরগামী বাসগুলো ছাড়ে। সপ্তাহে তিনদিন – সোম, বুধ ও শুক্রবার এই বাস চলে। পাকিস্তান ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন (পিটিডিসি) দিল্লি পর্যন্ত বাস চালায় প্রতি মঙ্গল, বৃহস্পতি ও শনিবার।