নয়াদিল্লি: দিল্লির উপ-রাজ্যপালের পদ থেকে আচমকা ইস্তফা দিলেন নজীব জঙ্গ। বৃহস্পতিবার তাঁর দফতরের তরফে একটি বিবৃতি পেশ করে এই খবর জানিয়ে বলা হয়, তিনি তাঁর ইস্তফাপত্র ভারত সরকারের কাছে পাঠিয়ে দিয়েছেন। দিল্লির নতুন লেফটেন্যান্ট গভর্নর হিসেবে প্রাক্তন স্বরাষ্ট্র সচিব অনিল বাইজল, কিরণ বেদী ও বিএস বাসসির নাম শোনা যাচ্ছে।
দিল্লির লেফটেন্যান্ট গভর্নর পদে থাকাকালীন তাঁকে সহযোগিতা এবং সমর্থন করার জন্য এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান জঙ্গ। ধন্যবাদ জানিয়েছেন দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকেও। বলেছেন, গত ২ বছর ধরে তাঁর (কেজরীবাল) সঙ্গে যুক্ত থাকতে পেরে তিনি সন্তুষ্ট।
একইসঙ্গে, সমর্থন ও ভালবাসার জন্য সকল দিল্লিবাসীকেও ধন্যবাদ জানান জঙ্গ। কেজরীবাল নেতৃত্বাধীন আম আদমি পার্টি প্রথম দফায় মসনদ থেকে ইস্তফা দেওয়ার পর প্রায় এক বছর ধরে দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারি ছিল। সেই সময় মানুষ তাঁকে যে বিপুল সমর্থন জানিয়েছিলেন, সেই কথা এদিন স্মরণ করেন তিনি।
৬৫ বছরের অবসরপ্রাপ্ত আইএএস অফিসার জঙ্গ দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের পদের দায়িত্ব নেন ২০১৩ সালের ৯ জুলাই। তবে কেন তিনি আচমকা ইস্তফা দিলেন, সেই প্রসঙ্গে মুখ না খুললেও, শোনা যাচ্ছে, তিনি পুনরায় ‘তাঁর ভালবাসা’ শিক্ষাজগতে ফিরছেন। জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন জঙ্গ। তিনি সেই পদেই ফিরছেন তিনি।
জঙ্গ আচমকা ইস্তফা দেওয়ায় অবাক হয়েছেন কেজরীবাল। কংগ্রেস অবশ্য দাবি করেছে, কোনওরকম আনুষ্ঠানিকতা ছাড়া কেন জঙ্গকে সরিয়ে দেওয়া হল এবং তাঁর বদলে আরএসএস-এর আদর্শে অনুপ্রাণিত কোনও ব্যক্তিকে প্রশাসনের সর্বাচ্চ পদে বসানো হবে কি না, সেই প্রশ্নের জবাব দিতে হবে কেন্দ্রকে।