ইফতিকার পুলিশকে জানায়, কাছেই কয়েকটি মহিষকে বেঁধে রাখা অবস্থায় সেও দেখেছে। শেষ পর্যন্ত ইফতিকারের কর্মস্থলের কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থলে এসে তাকে তাদের কর্মী বলে জানালে বিষয়টি মিটে যায়। তবে ইফতিকারের দাদা পরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। মামলা রুজু হয়। আগে পুলিশ মামলা রুজু করতে চায়নি বলে অভিযোগ করে ইফতিকার। দিল্লিতে মহিষ চোর সন্দেহে মারধর যুবককে
Web Desk, ABP Ananda | 10 Jul 2017 01:56 PM (IST)
নয়াদিল্লি: দিল্লির সরাই কালে খান এলাকায় প্রায় দশজনের একটি দলের হাতে মহিষ চোর সন্দেহে নিগৃহীত এক ২২ বছরের যুবক। পুলিশ জানিয়েছে, ইফতিকার আলম নামে লোকটি পিক আপ ট্রাকে চড়ে ওখান দিয়ে যাচ্ছিল। ট্রাকের রাস্তা আটকে যায় সামনে একটি কনক্রিট মিক্সার ট্রাক পড়ে যাওয়ায়। মিক্সার ট্রাকে কেউ আছে কিনা, দেখার জন্য নেমে যায় ইফতিকার। তাকে ঘিরে ধরে মারধর শুরু করে ৮-১০ জন। বিপদ বুঝে ট্রাকচালক চম্পট দেয়। ইফতিকারের ধর্ম তুলেও কটাক্ষ করা হয়। স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানায়, ইফতিকার মহিষ চোর। তাকে তাদের গোরু, মহিষদের কাছে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে।