নয়াদিল্লি:  ৭৬ বছরের বৃদ্ধা মায়ের অপরাধ তিনি শেষ বয়সে বাড়ি ছেড়ে যেতে চাননি। কিন্তু বৃদ্ধার বেকার সন্তান তার মাকে খাওয়াতে পারছিল না। তাই মা বৃদ্ধাশ্রম যেতে রাজি না হওয়ায় রাগে, ক্ষোভে সেই ছেলে মাকে ইঁট দিয়ে থেঁতলে, গলায় প্লাস্টিকের পাইপ জড়িয়ে খুন করল। ঘটনার পর জ্ঞান ফিরতে মায়ের দেহের পাশে বসে দীর্ঘক্ষণ সে কাঁদতে থাকে বলে জানা গিয়েছে। ছেলের দাবি, এই কাণ্ডটি সে ঘটাতে চায়নি। রাগের মাথায় এই ঘটনাটি ঘটিয়ে ফেলেছে।

অভিযুক্ত ব্যক্তির নাম লক্ষণ কুমার। সে নিজেই পরে পুলিশকে ফোন করে পুরো ঘটনার কথা জানায় এবং থানায় গিয়ে আত্মসমর্পণ করে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির সাগারপুর এলাকায় গত ২৫ এপ্রিল।

প্রসঙ্গত, ২০১৬ সালে এক স্বেচ্ছাসেবী সংগঠনের করা সমীক্ষায় দেখা গিয়েছিল, ভারতে বেশিরভাগ বয়স্ক লোকেরাই তাঁদের সন্তানদের থেকে নানা ভাবে দুর্ব্যবহারের সম্মুখীন হন। তাদের সঠিক পরিমাণের খাবার, ওষুধ, জামা-কাপড় দেওয়া হয় না। এমনকি বেশিরভাগ সময়ই মারধর, হুমকির ওপর রাখা হয়। দিল্লির এই ঘটনাটি আরও একবার প্রমাণ করে দিল ভারতে বয়স হয়ে গেলে কতটা অসুরক্ষিত বৃদ্ধ বাবা-মায়েরা।

দিল্লি পুলিশ এদিকে জানিয়েছে, জেরায় লক্ষণ দাবি করেছে সে মানসিক অবসাদের শিকার। সেইজন্যে তার চিকিত্সাও চলছে।পুলিশ তার দাবি খতিয়ে দেখবে। মাকে সে বৃদ্ধাশ্রম দিতে চেয়েছিল কারণ, তার খরচ টানার ক্ষমতা ছিল না লক্ষণের। দুবছর আগে তার স্ত্রীও তাকে ছেড়ে চলে যায়।