নয়াদিল্লি: করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সারা দেশে ২১ দিনের লকডাউন চলছে। ঘরের বাইরে বেরনো মানা। কিন্ত ছেলের আপত্তি না শুনে রোজ সকালে ঘর থেকে বেরিয়ে পড়েন এক ব্যক্তি। বাবার এহেন আচরণে ক্ষুব্ধ ছেলে নিজেই তাঁর বিরুদ্ধে থানায় নালিশ করেছেন। তার নালিশের ভিত্তিতে ৫৯ বছর বয়সি লোকটিকে অভিযুক্ত করেছে পুলিশ। এফআইআরও দায়ের হয়েছে দক্ষিণ পশ্চিম দিল্লির বসন্ত কুঞ্জ থানায়।



পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির অভিষেক নামে ৩০ বছর বয়সি ছেলের অভিযোগ, বাবাকে তিনি লকডাউনের প্রয়োজনীয়তা বোঝালেও তিনি বুঝতে চান না। কথা শোনেন না। ঘর থেকে বেরিয়ে আশেপাশে ঘোরাঘুরি করেন। তিনি রাজোকারি এলাকায় থাকেন, একটি অটোমোবাইল কোম্পানিতে কাজ করেন বলে জানিয়েছেন অভিষেক। কোভিড ১৯ সংক্রমণের পর থেকে দেশে এপর্যন্ত ৫০ জনের বেশি মারা গিয়েছেন, ২ হাজারের বেশি করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষায় পজিটিভ হয়েছেন।


পড়ুন: ইঁদুরের ওপর পরীক্ষায় সাফল্য, করোনার ভ্যাকসিন তৈরির দাবি আমেরিকার পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের


করোনাভাইরাস যেহেতু নিশ্বাস-প্রশ্বাসের সময় বেরনো ড্রপলেটের মাধ্যমে ছড়ায়, তাই সোস্যাল ডিসট্যান্সিং বজায় রেখে মানুষজনের কাছাকাছি আসা বন্ধ করার লক্ষ্যেই লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।