নয়াদিল্লি: বুধবার উত্তর-পশ্চিম দিল্লির সুভাষ প্লেস থানায় এসে এক ব্যক্তি যা বলল, তা শুনে কার্যত হকচকিয়ে যেতে হল পুলিশ কর্মীদের। ইয়াসিন ওই ব্যক্তি বলে, রাগের চোটে স্ত্রীকে গলায় ফাঁস দিয়ে খুন করেছে সে। । এ কথা শোনার পর পুলিশ সঙ্গে সঙ্গে ইয়াসিনের শাকুরপুরের বাড়িতে যায়। সেখানে তার স্ত্রী জাহ্নবির দেহ উদ্ধারের পর পুলিশ ইয়াসিনকে গ্রেফতার করেছে।
ইয়াসিন পুলিশকে বলেছে, তার স্ত্রীকে তাকে প্রায়ই বিরক্ত করত এবং ঝগড়া করত। সাব-ডিভিশনার ম্যাজিস্ট্রেটের সামনেও ইয়াসিন তার বয়ান দিয়েছে।
ইয়াসিন তার বয়ানে জানিয়েছে, গত মঙ্গলবারও জাহ্নবি তার সঙ্গে ঝগড়া শুরু করে। রাগের চোটে সে জাহ্নবিকে মেরে ফেলে।
জাহ্নবির বাড়ি বিহারের।ইয়াসিন পশ্চিমবঙ্গের বাসিন্দা। তারা একে অপরের প্রেমে পড়েছিল। গত বছর তাদের বিয়ে হয়। ইয়াসিন একটি বেসরকারি সংস্থার কর্মী। পুলিশ জাহ্নবির বাড়িতে ঘটনার কথা জানিয়েছে। স্ত্রীকে খুন করে ইয়াসিন এখন অনুতপ্ত বলে জানিয়েছে পুলিশ।
রাগের জেরে স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পন স্বামীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Jun 2018 01:44 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -