নয়াদিল্লি: ভাড়া বাড়ছে দিল্লি মেট্রোর। সোমবার দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি) মুখপাত্র অনুজ দয়াল ও ডিরেক্টর ফিনান্স কে কে সব্রওয়াল জানান, আগামী বুধবার থেকে মেট্রো রেলে উঠলেই যাত্রীদের বেশি ভাড়া গুণতে হবে।
ডিএমআরসি-র তরফে যে ভাড়া বিন্যাস এদিন ঘোষণা করা হয়েছে, সেই অনুযায়ী নতুন ন্যূনতম ভাড়া ৮ টাকা থেকে বেড়ে ১০ টাকা করা হচ্ছে। অন্যদিকে সর্বোচ্চ ভাড়া ৩০ টাকার জায়গায় হচ্ছে ৫০ টাকা।
ঘোষণা অনুযায়ী, রবিবার ও ছুটির দিন সর্বোচ্চ ভাড়া ৪০ টাকা হবে। আবার ১ অক্টোবর থেকে সর্বোচ্চ ভাড়া আরও বেড়ে ৬০ টাকা হবে বলেও এদিন জানিয়ে দেওয়া হয়।
এর আগে, ২০০৯ সালে শেষবার দিল্লি মেট্রোর ভাড়া বেড়েছিল।