নয়াদিল্লি: মহিষ পাচারের অভিযোগে ছয় ব্যক্তিকে মারধর। ঘটনাটি ঘটেছে দিল্লির হরিদাস নগরে। পুলিশ সূত্রে খবর, গতকাল মহিষবাহী ট্রাক একটি গাড়িতে ধাক্কা মারে। ঘটনার পর স্থানীয়রা ছুটে আসে। একদল লোক অভিযোগ করে যে, ওই ট্রাকে বেআইনিভাবে মহিষ নিয়ে যাওয়া হচ্ছে। এরপরই ওই ছয়জনকে মারধর করা হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা রুজু হলেও কেউ গ্রেফতার হয়নি।
উল্লেখ্য, তথাকথিত গোরক্ষকদের তাণ্ডবে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। রাজস্থানের আলোয়ার ও ঝাড়খণ্ডে এ ধরনের ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এভাবে আইন হাতে তুলে না নেওয়ার আর্জি জানিয়েছেন।
মহিষ পাচারের সন্দেহে ছয়জনকে মারধর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Jul 2017 01:50 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -