নয়াদিল্লি: মহিলার শ্লীলতাহানি, তাঁর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে সাংবাদিক সম্মেলনের মাঝখান থেকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেল দিল্লিতে ক্ষমতায় থাকা আমআদমি পার্টি (আপ)-র বিধায়ককে।
অভিযোগকারিণীর দাবি, তিনি এলাকার জলাভাবের সমস্যা নিয়ে কথা বলতে গিয়েছিলেন দীনেশ মোহানিয়া নামে ওই আপ এমএলএ-র কাছে। কিন্তু তাঁর শ্লীলতাহানি, যৌন নিগ্রহকরেন বিধায়ক, তাঁকে গালাগাল দেন। মোহানিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন তিনি। গোবিন্দপুরী থানায় তাঁর নামে ভারতীয় দণ্ডবিধির ৩২৩ ও ৩৪১ ধারায় মামলা রুজু হয়। তার ভিত্তিতেই গ্রেফতার করা হয় মোহানিয়াকে।
ঘটনাচক্রে ইতিমধ্যেই এক ৬০ বছর বয়সি ব্যক্তিও তাঁকে চড় মারার অভিযোগ এনেছেন মোহানিয়ার বিরুদ্ধে। মোহানিয়ার কাছে জলসঙ্কটের কথা জানালে তিনি ও তাঁর লোকজন তাঁর ওপর চড়াও হন বলে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন ওই বৃদ্ধ।
যদিও মোহানিয়ার দাবি, অভিযোগ মিথ্যা। তিনি কারও প্রতিই দুর্ব্যবহার করেনি। পুলিশ তদন্ত করে দেখুক, বলেছেন তিনি।
শ্লীলতাহানি, যৌন নিগ্রহের অভিযোগে সাংবাদিক সম্মেলন থেকে গ্রেফতার বিধায়ক, কেজরীবালের নিশানায় মোদী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Jun 2016 08:48 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -