নয়াদিল্লি: সিবিএসই প্রশ্নফাঁস কাণ্ডে অন্তর্বর্তী তদন্ত শুরু করল কেন্দ্র। অন্যদিকে, এই ইস্যুতে দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করল বোর্ড।
এদিন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান, ভবিষ্যতে প্রশ্নপত্র ফাঁসেপ মতো ঘটনা এড়াতে সোমবার থেকেই নতুন সিস্টেম কার্যকর হবে। এই সিস্টেমে প্রযুক্তিকে বেশি করে ব্যবহার করা হবে। জাভড়েকর বলেন, প্রশ্ন ফাঁস হওয়ার ঘটনায় তিনি ব্যথিত। তিনি আশ্বাস দেন, পুলিশ সঠিক তদন্ত করে দোষীদের খুঁজে বের করবে।
গত সপ্তাহে হওয়া দ্বাদশ শ্রেণির ইকনমিক্স ও দশম শ্রেণির অঙ্কের প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ ওঠে। যে কারণে এদিন ওই দুই পরীক্ষা নতুন করে নেওয়া হবে বলে জানিয়েছে সিবিএসই। জাভড়েকর বলেন, সিবিএসই-র পরিকাঠামো অত্যন্ত ভাল। তবে, কেউ যদি প্রশ্ন ফাঁস করে থাকেন, বা যদি সেই কাঠামোতে কোনও ছিদ্র থেকে থাকে, তা গুরুত্ব দিয়ে বিচার করা উচিত।
প্রশ্নপত্র ফাঁস নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী। জাভড়েকর জানান, নরেন্দ্র মোদী গোটা বিষয়টি সম্পর্কে জানতে চাইলে, তাঁকে সব তথ্য দিয়েছেন তিনি। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রীর দাবি, পরীক্ষার্থীরা যাতে চাপমুক্ত পরিবেশে পরীক্ষা দিতে পারে, সেই নিয়ে আন্তরিক প্রধানমন্ত্রী। তাই, প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনায় তিনি উদ্বিগ্ন।
প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে তাঁর মন্ত্রক বলেও জানান জাভড়েকর। পাশাপাশি, তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশও। বিভিন্ন মহল থেকে প্রশ্নফাঁস হওয়ার অভিযোগ ওঠায় গতকালই দিল্লি পুলিশের কাছে এফআইআর দায়ের করে কেন্দ্রীয় বোর্ড।