দিল্লিতে প্রতি চার ঘণ্টায় একটি ধর্ষণ, সুপ্রিম কোর্টের রায়ে পরিস্থিতি বদলের আশায় পুলিশ
Web Desk, ABP Ananda | 06 May 2017 05:14 PM (IST)
নয়াদিল্লি: দিল্লিতে গত বছর প্রতি চার ঘণ্টায় একটি ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। মোট অভিযোগের সংখ্যা ছিল ২,১৫৫। এ বছরের ১৫ মার্চ পর্যন্ত তিনশোরও বেশি ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। তবে গতকাল সুপ্রিম কোর্ট নির্ভয়াকাণ্ডে যে রায় দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে পরিস্থিতির বদল হবে বলে আশা করছে পুলিশ। দিল্লি পুলিশের প্রধান মুখপাত্র তথা স্পেশাল কমিশনার (অপারেশনস) দীপেন্দ্র পাঠক বলেছেন, ‘২০১২ সালের ১৬ ডিসেম্বরের ধর্ষণ অন্যতম ঘৃণ্য অপরাধ। সুপ্রিম কোর্ট চার অপরাধীরই মৃত্যুদণ্ডের সাজা বহাল রেখেছে। সমাজে এর প্রভাব পড়বে। ফলে মহিলাদের বিরুদ্ধে অপরাধ মোকাবিলা করার ক্ষেত্রে সুবিধা হবে।’ নির্ভয়ার গণধর্ষণ এবং মৃত্যুর পর দেশজুড়ে প্রতিবাদ হলেও, পরিসংখ্যান বলছে, দিল্লিতে ধর্ষণের ঘটনা কমার বদলে বেড়েই চলেছে। ২০১৩ সালে ১,৬৩৬টি ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছিল। ২০১৪ ও ২০১৫ সালে যথাক্রমে অভিযোগ বেড়ে হয়েছিল ২,১৬৬ এবং ২,১৯৯। মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি বিপদে সাহায্য করার জন্য মোবাইল অ্যাপও চালু করেছে দিল্লি পুলিশ। কিন্তু তাতেও ধর্ষণ কমেনি। সেই কারণেই এবার সুপ্রিম কোর্টের রায়কে হাতিয়ার করে ধর্ষণ কমানোর আশায় পুলিশ।