নয়াদিল্লি: দক্ষিণপূর্ব দিল্লির লাজপত নগর এলাকায় একটি রেস্তোরাঁর মালিক বছর ষাটেকের বাসুদেও ওরফে পাপ্পু। অন্যদিনের মতোই তাঁর দোকানে খাবার খেতে এসেছিলেন অনেকেই। কিন্তু খাওয়া দাওয়ার পর তিন কাস্টমারের কাছে টাকা চাইলেই বাধে বিবাদ। বিল নিয়ে ঝগড়া শুরু হয় মালিকের সঙ্গে। হঠাতই তাদের মধ্যে একজন গুলি করে বসে দোকানদারকে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে রাত ১০ টা-সাড়ে ১০ টা নাগাদ। একটি মারুতি গাড়ি করে ওই তিনজন রোস্তোরাঁয় আসে। গাড়িটির নম্বরপ্লেট উত্তরপ্রদেশের। খাওয়া দাওয়ার পর দাম না মিটিয়ে চলে যেতে চাইছিল তারা। সেইসময় মালিক টাকা চাইলে প্রথমে তর্ক শুরু হয়। তারপর একজন বন্দুক বের করে গুলি করে বাসুদেওকে। পুলিশ আসার আগেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় তারা।
পুলিশ সূত্রে খবর, দোকানদারের শরীরে দুটি বুলেটের আঘাত পাওয়া গিয়েছে। ততক্ষণাত হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তাঁর অবস্থা বেশ সঙ্কটজনক।
খাবারের দাম চাওয়ার জেরে বচসা, রেস্তোরাঁর মালিককে গুলি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 May 2016 02:55 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -