শশী তারুরের বাড়িতে চুরি, খোয়া গেল বহু মূল্যবান প্রাচীন মূর্তি
Web Desk, ABP Ananda | 07 Dec 2016 12:30 PM (IST)
নয়াদিল্লি: কংগ্রেস নেতা শশী তারুরের বাড়িতে চুরি। তুঘলক রোড থানায় চুরির অভিযোগ দায়ের করেছেন তিনি। সূত্রের খবর, তারুরের দিল্লির লোধি এস্টেটের বাড়ি থেকে চুরি গিয়েছে বহু মূল্যবান মূর্তি। তারুরের দায়ের করা অভিযোগ সূত্রে জানা গিয়েছে, বাড়ির দেওয়াল বেয়ে ভিতরে ঢোকে চোর। চুরি যায় ১২ টি প্রাচীন নটরাজের মূর্তি, ১২ টি ছোট গণেশের মূর্তি, ১০ টি ছোট হনুমানের মূর্তি, ১২ টি ৩২ জিবি-র পেন ড্রাইভ এবং একটি ইন্টারনেট ডঙ্গল। তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও অধরা অভিযুক্ত।