দিল্লিতে মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে ধর্ষণ করে পরিবারের লোকজনকে ভিডিও পাঠানোর অভিযোগ, ধৃত ৩
Web Desk, ABP Ananda | 18 Apr 2018 02:28 PM (IST)
নয়াদিল্লি: কাঠুয়া, উন্নাওয়ের ঘটনা নিয়ে যখন দেশজুড়ে আলোড়ন, ঠিক তখনই দিল্লিতে ঘটল আরও একটি ভয়ঙ্কর ঘটনা। ১২ বছর বয়সি এক মানসিক ভারসাম্যহীন মেয়েকে ধর্ষণ করে সেই ঘটনার ভিডিও তুলে হোয়াটসঅ্যাপে মেয়েটির পরিবারের লোকজনকে পাঠানোর অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। এক তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, শনিবার রাতে এই ঘটনা ঘটেছে। মূল অভিযুক্ত বান্টি ওই মেয়েটিকে ভুলিয়ে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। তার সঙ্গে ছিল দুই বন্ধু। বান্টি ওই মেয়েটিকে ধর্ষণ করে এবং তার বন্ধুরা এই জঘন্য ঘটনার ভিডিও তোলে। বান্টির বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। তার বন্ধুদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং তথ্য-প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। নির্যাতিতা মেয়েটির মা বলেছেন, ‘বান্টি একজন ক্ষমতাবান ব্যক্তি। ওর পরিবারের লোকজনেরও এই অঞ্চলে যথেষ্ট প্রভাব আছে। বান্টি গ্রেফতার হওয়ার পর অভিযোগ তুলে নেওয়ার জন্য আমাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। আমাদের এই অঞ্চল ছেড়ে চলে যাওয়ার জন্যও চাপ দেওয়া হচ্ছে।’