নয়াদিল্লি: নোট বাতিলের পর সারা দেশেই নগদের অভাব চলছে। এরই মধ্যে নয়াদিল্লির হজরত নিজামুদ্দিন স্টেশন থেকে নতুন ২০০০ টাকার নোটে ২৭ লক্ষ টাকা সহ আটক করা হল দুই ব্যক্তিকে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুজনের নাম অজিত সিংহ ও রাজেন্দ্র সিংহ। তারা পিতমপুরা এলাকার বাসিন্দা। সম্পর্ক ক্রান্তিতে চড়ে তারা মুম্বই থেকে দিল্লি এসেছিল। স্টেশন তাদের জন্য সাদা রঙের একটি গাড়ি অপেক্ষা করছিল। গাড়িতে টাকা রাখার সময়ই তাদের ধরে ফেলে পুলিশ।
ব্যাঙ্ক থেকে এখন সপ্তাহে টাকা তোলার সর্বোচ্চ সীমা সপ্তাহে ২৪ হাজার টাকা। এরইমধ্যে তারা এত টাকা কোথা থেকে পেল, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
ধৃতরা পুলিশকে জানিয়েছে, দিল্লির এক ব্যক্তি এখনও পর্যন্ত দেড় কোটি টাকার পুরানো নোট নতুন নোটে বদল করেছে। পুরানো নোট বদলে নতুন নোট পাওয়ার পর তারা মুম্বই থেকে দিল্লিতে এসেছে।
পুলিশ জানিয়েছে, জনৈক সঞ্জয় মালিকের নামে গাড়িটির রেজিস্ট্রি রয়েছে। টাকার মালিকও সঞ্জয়।ধৃতরা পুলিশকে এ কথা জানিয়েছে।
সঞ্জয় বড় ব্যবসায়ী। হিমাচলে তাঁর ওষুধের কোম্পানি রয়েছে। তাত্পর্য্যপূর্ণ ব্যাপার, সঞ্জয়ের মেয়েও ৫০ লক্ষ টাকা নিয়ে ফেরার। পুলিশের গোয়েন্দা বিভাগ ও আয়কর দফতর যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করছে। অভিযুক্তদের জেরাও করা হচ্ছে।
দিল্লিতে নতুন নোটে ২৭ লক্ষ টাকা সহ ধৃত ২
ABP Ananda, web desk
Updated at:
26 Nov 2016 08:45 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -