ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 May 2016 04:06 AM (IST)
নয়াদিল্লি: চার্জ দেওয়া অবস্থায় ল্যাপটপে কাজ করতে করতে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু এক যুবকের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব দিল্লিতে। জানা গিয়েছে, ব্রিজেশ নামে বছর ২৩-এর সদ্য বিবাহিত ওই যুবক ফরিদাবাদের একটি সংস্থায় ম্যানেজার পদে কর্মরত ছিলেন। ব্রিজেশের পরিবার সূত্রে খবর, রবিবার দুপুর আড়াইটে নাগাদ নিজের ঘরেই ল্যাপটপে চার্জ দিয়ে কাজ করছিলেন তিনি। সেইসময় ঘরে ছিলেন তাঁর স্ত্রীও। আচমকা বিদ্যুৎপৃষ্ঠ হয়ে অচেতন হয়ে পড়েন তিনি। ৩ টে নাগাদ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরই ল্যাপটপটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তে পাঠানো হয়েছে দেহ। শোকের ছায়া নেমে এসেছে ব্রিজেশের পরিবারে।