নয়াদিল্লি: প্রতিদিন বিভিন্ন ধরনের অসুখ, বহু মানুষ, তাঁদের হরেক দাবি নিয়ে নয়াদিল্লিতে অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্স বা এইমস-এ আসেন। কিন্তু সম্প্রতি এক যুবতী সেখানকার চিকিৎসকদের কাছে দাবি করে বসেন, তিনি তাঁর মৃত স্বামীর বীর্যেই তাঁদের সন্তানের জন্ম দিতে চান।

প্রসঙ্গত, হাসপাতালে নিয়ে আসার পথেই মৃত্যু হয় সেই যুবতীর স্বামীর। হাসপাতালে এসেই যুবতী চিকিৎসকদের বলেন, যেভাবেই হোক তাঁর স্বামীর বীর্য তাঁর জন্যে উদ্ধার করে সংরক্ষণ করতে হবে। সেটা ব্যবহার করেই তিনি অন্তঃসত্বা হতে চান। পুত্রবধূর এই দাবিতে সায় দেন সেই যুবকের বাবা-মাও।

যদিও যুবতীর সেই দাবি খারিজ করে দিয়েছে এইমস-এর চিকিৎসকরা। কারণ, এ দেশে মৃত মানুষের শরীর থেকে বীর্য উদ্ধার করে সেটি ব্যবহার করার নিয়ম নেই। সূত্রের দাবি, একজন মানুষের মৃত্যুর পর, তাঁর শরীরে বীর্য ভাল থাকে মৃত্যুর ২৪ ঘন্টা পরও। বীর্য উদ্ধার করে সংরক্ষণ করতে লাগে মাত্র কয়েক মিনিট। কিন্তু আইনগত সমস্যার জন্যে যুবতীর সেই আর্জি নাকচ করে দেন এইমস-এর চিকিৎসকরা।

তবে বিশ্বের বেশ কিছু দেশ আছে, যেখানে মৃত স্বামীর শরীর থেকে বীর্য উদ্ধার করে সংরক্ষণ করার নিয়ম আছে। এবং সেই বীর্য স্বামীর মৃত্যুর একবছরের মধ্যে স্ত্রীর দেহে স্থানান্তর করতে হয়। কিন্তু যদি একবছরের মধ্যে স্ত্রীও মৃত্যু হয়, তাহলে সেই বীর্য ব্যবহার করা যাবে না।