চিরুনি নিয়ে বচসা, কাঁচি দিয়ে তরুণকে খুন করল ক্ষৌরকার
Web Desk, ABP Ananda | 30 Jan 2017 12:09 PM (IST)
নয়াদিল্লি: চিরুনি ব্যবহার করা নিয়ে বচসার জেরে কাঁচি দিয়ে আঘাত করে এক তরুণকে খুন করল ক্ষৌরকার। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির বদরপুর অঞ্চলে। অভিযুক্ত ক্ষৌরকার ও তার ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জেরা করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চিরুনি ব্যবহার করা নিয়ে পবন (২০) নামে খুন হওয়া তরুণের সঙ্গে অভিযুক্ত রঘুবীর ঠাকুর (২৫) ও তার দাদা নবমী ঠাকুরের (৩০) বচসা হয়। এরপর রঘুবীর পবনের চুল টেনে ধরে এবং নবমী তাঁকে কাঁচি দিয়ে আঘাত করে। পরে পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় পবনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।