পুলিশ সূত্রে জানা গিয়েছে, চিরুনি ব্যবহার করা নিয়ে পবন (২০) নামে খুন হওয়া তরুণের সঙ্গে অভিযুক্ত রঘুবীর ঠাকুর (২৫) ও তার দাদা নবমী ঠাকুরের (৩০) বচসা হয়। এরপর রঘুবীর পবনের চুল টেনে ধরে এবং নবমী তাঁকে কাঁচি দিয়ে আঘাত করে।
পরে পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় পবনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।