নয়াদিল্লি: দিল্লিতে নোভেল করোনাভাইরাস সংক্রমণ ঠেকানোর পদক্ষেপ নিয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবালকে ট্যুইটারে নিশানা করে চলেছেন গৌতম গম্ভীর। আজ সোস্যাল মিডিয়ায় সাদা রুকস্যাকের ছবি পোস্ট করে পূর্ব দিল্লির বিজেপি সাংসদ নিজের দেওয়া প্রতিশ্রুতি পালন করেছেন বলে দাবি করে কেজরিবালেরও এবার দিল্লির জনতাকে দেওয়া কথা রাখা উচিত বলে মন্তব্য করেছেন।  তিনি ট্যুইটে বলেছেন, কথা দিয়েছিলাম, সেইমতো এলএনজিপি হাসপাতালকে ১০০০ পার্সনাল প্রটেকশন  ইক্যুইপমেন্ট (পিপিই)  অর্থাত নিজেকে সুরক্ষিত রাখার কিট দিলাম। অরবিন্দ কেজরিবাল, এবার আপনার দিল্লিকে দেওয়া প্রতিশ্রুতি রাখার সময়। আরও সুরক্ষা সামগ্রী  সংগ্রহ  করা যেতে পারে, আমায় জায়গাটা আর বিস্তারিত সব বলুন।

বরাবরই গম্ভীর দিল্লির আমআদমি পার্টির (আপ) সরকারের মুখ্যমন্ত্রীর কট্টর সমালোচক। চলতি মাসের গোড়ায় এই প্রাক্তন জাতীয় দলের ক্রিকেটার তথা রাজনীতিক অভিযোগ করেন, কেজরিবাল ও তাঁর সহকারী মণীশ শিসোদিয়ার বিরাট ইগো আছে, সেজন্য়ই তাঁরা করোনাভাইরাস মোকাবিলায় তাঁর ডোনেশনের প্রস্তাব গ্রহণ করতে চাননি। জবাবে কেজরিবাল তাঁকে বলেন, গৌতমজি,  প্রস্তাবের জন্য় ধন্যবাদ। সমস্যাটা টাকার নয়, পিপিই কিটস পাওয়া নিয়ে। অবিলম্বে কোনও জায়গা থেকে যদি তা জোগাড় করায় সাহায্য করতে পারেন, কৃতজ্ঞ থাকব। দিল্লি সরকার কিনে নেবে, ধন্যবাদ।

কিন্তু এখানেই বিষয়টা মেটেনি। পরে  কেজরিবাল শিসোদিয়ার উল্টো কথা বলছেন বলে অভিযোগ করেন গম্ভীর। তিনি ট্য়ুইট করেন, অরবিন্দজি, প্রথমে,আপনার ডেপুটি অর্থের অভাবের কথা বললেন। এখন আপনি  ওনার উল্টো কথা বলছেন, বলছেন, কিটের ঘাটতি আছে। যা-ই হোক, ১০০০পিপিই কিট জোগাড় করেছি। কোথায় সেগুলি পাঠাব, জানান । আলোচনার সময় পেরিয়ে গিয়েছে, এখন কাজ করার সময়। আপনার উত্তর শোনার জন্য মুখিয়ে রইলাম।

প্রসঙ্গত, দুনিয়াব্যাপী সামনের সারিতে থেকে করোনাভাইরাস মোকাবিলায় সামিল ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের অনেকে রোগীদের থেকে সংক্রমণের ফলে মারা গিয়েছেন প্রয়োজনীয় সুরক্ষা কিটের অভাবে।

ভারত, নানা দেশের অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞ প্রতিরোধী সুরক্ষা সামগ্রীর অভাবের কথা তুলে ধরেছেন সোস্যাল মিডিয়ায়।  গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ১.৭ কোটি পিপিইর অর্ডার দেওয়া হয়েছে বলে জানায়।