নয়াদিল্লি: মাত্র ১ টাকায় ল্যাপটপ, ডেস্কটপ! এমনই অফার দিল আমেরিকান কোম্পানি ডেল। পড়ুয়াদের জন্যই কোম্পানির এই বিশেষ অফার। অফারের নাম ব্যাক টু স্কুল। ২২ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত সময়ে ক্রয়ের ওপর প্রযোজ্য হবে এই অফার।
এই অফারের মাধ্যমো কোনও পড়ুয়ার বাবা-মা মাত্র ১ টাকা দিয়ে নতুন ল্যাপটপ পাবেন। বাকি দাম সুদ মুক্ত কিস্তিতে শোধ করা যাবে। ব্যাক টু স্কুল অফার দেশে ডেলের সমস্ত আউটলেট এবং অনলাইন ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। গ্রাহকদের ল্যাপটপ ক্রয়ের এক সপ্তাহের মধ্যে এই অফারের জন্য রেজিস্ট্রেশন করতে হবে।
এই অফারে ডেলের Dell Inspiron Desktop, All in one ও inspiron 3000 সিরিজে মাত্র এক টাকার ডাউন পেমেন্ট বাড়ি নিয়ে আসা যাবে। বকেয়া দাম কিস্তিতে বিনা সুদে শোধ করা যাবে। এছাড়াও ৯৯৯ টাকা অতিরিক্ত দিয়ে ২ বছরের জন্য অনসাইট ওয়ার্যান্টি পাওয়া যাবে।
পড়ুয়াদের জন্য মাত্র ১ টাকায় ল্যাপটপ! অফার ডেল-এর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Apr 2016 05:44 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -