নয়াদিল্লি: ভারতে বামপন্থীদের শক্তিশালী হওয়া দরকার। ভারত থেকে বামপন্থা মুছে গেলে সর্বনাশ হয়ে যাবে। এমনই মন্তব্য করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি একটি অনুষ্ঠানে বলেছেন, ‘ভারতে বামপন্থীদের শক্তিশালী হতেই হবে। বামপন্থা শেষ হয়ে গেলে ভারতের সর্বনাশ হবে। আমরা রাজনৈতিকভাবে বিরোধী, কিন্তু আমিই সবার আগে বলছি, ভারতে বামপন্থার অবসান হতে দেওয়া যাবে না। মানুষের আকাঙ্খা ও সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে বামপন্থীদেরও মানসিকতা বদলাতে হবে।’

ত্রিপুরা বিধানসভা নির্বাচনে আড়াই দশকের বামফ্রন্ট সরকারের পরাজয়ের পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেছেন রমেশ। ত্রিপুরায় এবার বিজেপি-আইপিএফটি জোট ৪৩টি আসনে জয় পেয়েছে। বিজেপি একাই পেয়েছে ৩৫টি আসন। গতবার ৫০টি আসন পেলেও, এবার বামফ্রন্টের আসন কমে হয়েছে মাত্র ১৫। ফলে এখন শুধু কেরলেই বামফ্রন্ট সরকার আছে। জাতীয় রাজনীতিতে ক্রমঃশ অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে বামপন্থী দলগুলি। সেই কারণেই চিন্তিত রমেশ।