নয়াদিল্লি: নোটবাতিলের পর যাঁরা মোটা অর্থ ব্যাঙ্কে জমা দিয়েছিলেন ও সব কোম্পানিকে ৩১ মার্চের মধ্যে আয়কর রিটার্ন জমা দিতে হবে। না হলে বসবে জরিমানা, আইনি শাস্তিও হতে পারে।

সমস্ত ট্রাস্ট, রাজনৈতিক দল ও সংস্থাকে নির্দিষ্ট তারিখের মধ্যে আয়কর রিটার্ন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আয়কর দফতর। এ জন্য নামী দৈনিক পত্রিকাগুলিতে বিজ্ঞাপন দিয়েছে তারা। বলা হয়েছে, ২০১৬-১৭ ও ২০১৭-১৮-র জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার এটাই চূড়ান্ত ডাক।

আয়কর দফতর বলেছে, এখনও রিটার্ন জমা দেওয়ার সময় আছে, তাই শেষ মিনিটের হুড়োহুড়ি এড়াতে শেষ তারিখের আগেই রিটার্ন জমা দিন করদাতারা। যদি ব্যাঙ্কে মোটা টাকা জমা করে থাকেন, তা হলে রিটার্নে তার উল্লেখ করুন। ভুল রিটার্ন বা প্রয়োজনীয় তথ্যের অনুল্লেখ থাকলে জরিমানা হতে পারে, নেওয়া হবে আইনি ব্যবস্থা।

ব্যক্তিবিশেষ ও হিন্দু অবিভক্ত পরিবার, যাদের উপার্জন আড়াইলাখ টাকার বেশি ও বয়স্ক নাগরিক, যাঁদের উপার্জন তিনলাখের বেশি ও পাঁচলাখের মধ্যে, তাঁদেরও আয়কর রিটার্ন ফাইল করতে হবে।