ভারতে গণতন্ত্র সঙ্কটে, অভিযোগ নন্দিতার
ABP Ananda, Web Desk | 09 Jun 2018 08:29 AM (IST)
নয়াদিল্লি: ভারতে গণতন্ত্র সঙ্কটে রয়েছে। এবার অভিনেত্রী-পরিচালক নন্দিতা দাস এই অভিযোগ করলেন। তাঁর দাবি, শিল্পী, লেখক ও তার্কিকদের কোনও না কোনওভাবে টার্গেট করা হচ্ছে। দক্ষিণপন্থী সংগঠনগুলি দ্রুত হয়ে উঠছে দেশের নীতি পুলিশ। নন্দিতা বলেছেন, সঞ্জয় লীলা বনশালীর পদ্মাবত-ই হোক বা এস দুর্গা-র স্ক্রিনিং- ছবি ঘিরে একের পর এক বিতর্ক হচ্ছে। হিন্দি ছবিতে পাকিস্তানি কলাকুশলীদের কাজের ওপরেও বসেছে সাময়িক বিধিনিষেধ। শিল্পীর স্বাধীনতা নিয়ে প্রায় প্রতিদিন বিতর্ক হচ্ছে, তাঁর মতে, এই বিতর্ক স্বাধীনতা খণ্ডনের চেষ্টা ছাড়া কিছু নয়। তিনি আরও বলেছেন, মার্টিন লুথার কিং জুনিয়র বলেছেন, আমাদের শেষের শুরু সেই দিন হবে, যেদিন আমরা চুপ করে থাকা শুরু করব। আজকাল সংবাদমাধ্যম হোক বা সাধারণ মানুষ- নজরদাররা তাদের মুখ বন্ধ করে দিচ্ছে অথবা তারা নিজেরাই চুপ করে থাকছে। ফায়ার-এর অভিনেত্রীর মতে, সমাজ তখনই সামনে এগোয়, যখন তাতে নানা মত প্রকাশিত হয়, আলোচনার স্বাধীনতা থাকে। তার স্থান সঙ্কুচিত হলে তা গণতন্ত্র তো বটেই মানবাধিকারের প্রতিও বিপদ।