কংগ্রেস শুকিয়ে যাচ্ছে, ভিন্ন ব্যাপার, কিন্তু বিরোধীদের ছাড়া গণতন্ত্র হয় না, বললেন অমিত শাহ
Web Desk, ABP Ananda | 11 Jun 2018 06:08 PM (IST)
রায়পুর: গণতন্ত্রে বিরোধী শিবিরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বললেন অমিত শাহ। বিজেপি সভাপতির দাবি, তাঁর দল 'কংগ্রেসমুক্ত ভারতে'র যে স্লোগান দেয়, তার অর্থ কংগ্রেসের 'সংস্কৃতি' থেকে দেশকে উদ্ধার করা। কংগ্রেস শুকিয়ে যাচ্ছে, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু বিরোধীদের ছাড়া গণতন্ত্র হয় না। বিজেপি ভারত থেকে বিরোধীদের মুছে দিতে চায় কিনা, প্রশ্ন করা হলে তিনি বলেন, কংগ্রেসকে বাঁচিয়ে রাখা রাহুল গাঁধীর দায়িত্ব, আমার নয়। কংগ্রেস সভাপতি সম্পর্কে তাঁর কিছু মন্তব্যকে ব্যক্তিগত আক্রমণ বলে দেখা উচিত নয়, তিনি শুধু বিরোধী নেতার কিছু প্রশ্নের জবাব দিয়েছেন বলে দাবি করেন অমিত। দুদিনের ছত্তিশগড় সফর শেষে বিজেপি সভাপতি এও বলেন, কিছু ভাল কাজ করেছে বলেই বিজেপি জনসমর্থন পাচ্ছে। আমরা ভাল কাজ করে গেলে মানুষও সমর্থন বহাল রাখবেন। এদিনও রাহুল গাঁধীর পরিবার ৫৫ বছর দেশ শাসন করেছে, তাই তাঁকে ওদের চার প্রজন্মের কাজের হিসাব দিতে বলা হয়েছে বলে সওয়াল করেন তিনি। বলেন, দলের বর্তমান সভাপতি হিসাবে রাহুল গাঁধীকে কংগ্রেসের ঐতিহ্যের ওপর প্রশ্নের জবাব দিতে হবে, যেমন আমি বিজেপির ঐতিহ্যের কথা বলব। গণতন্ত্রে এটা অবশ্যই হওয়া উচিত, কোনও আপত্তি থাকার কথা নয়। মধ্যবিত্তরা কি মোদী সরকার থেকে দূরে সরে যাচ্ছে, প্রশ্ন করা হলে তিনি দাবি করেন, সমাজের সব অংশের সুবিধার কথা মাথায় রেখেই কেন্দ্র কাজ করছে। কিন্তু প্রচার চলছে যে, মধ্যবিত্তরা তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ১৪টা রাজ্যে মধ্যবিত্তের সমর্থনেই দল ভোটে জিতেছে। কেন্দ্রের সরকারের চার বছরের বিভিন্ন স্কিমের সাফল্যের উল্লেখ করে তিনি বলেন, গত ৪ বছরেই সবচেয়ে বেশি সন্ত্রাসবাদী খতম হয়েছে, আন্তর্জাতিক সীমান্তও সুরক্ষিত রয়েছে। সরকারের একটি উন্নত কাশ্মীর নীতি রয়েছে, উপত্যকার পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে।