নয়াদিল্লি: কালো টাকা, দুর্নীতি রুখতে নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। কিন্তু এরমধ্যেও কালো টাকা সাদা করার দুর্নীতির অভিযোগ উঠছে ভুরি ভুরি। এই কেলেঙ্কারিতেই কি না জড়িত দেশের বহু ব্যাঙ্ককর্মীই! কালো টাকা লেনদেন সংক্রান্ত দুর্নীতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের ২৭ আধিকারিককে। একই অভিযোগে কম গুরুত্বপূর্ণ পদে বদলি করা হয়েছে ৬ জনকে।
আয়কর দফতর বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে রিপোর্ট পেশ করেছে। সেই ভিত্তিতেই এই আধিকারিকদের সাসপেনশন। অর্থমন্ত্রক জানিয়েছে, ওই আধিকারিকদের অ্যাকাউন্টে অনিয়মিত লেনদেন চোখে পড়েছে। আরবিআই-এর নিয়মও ভেঙেছেন তাঁরা। অবৈধ কাজ কোনওরকমভাবেই বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেয় মন্ত্রক। অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায়।
নোটবাতিল: রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের ২৭ আধিকারিক সাসপেন্ড
Web Desk, ABP Ananda
Updated at:
02 Dec 2016 10:19 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -