নয়াদিল্লি: ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল নিয়ে সরকারকে কোণঠাসা করার তোড়জোড় শুরু করেছে বিরোধী দলগুলি। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নোট বাতিলের মাধ্যমে দুর্নীতি ও কালো টাকার বিরুদ্ধে ‘ধর্মযুদ্ধ’ ঘোষণা করেছে সরকার। সংসদের শীতকালীন অধিবেশনের প্রাক্কালে আয়োজিত সর্বদল বৈঠকে এই মন্তব্য করে এ ব্যাপারে বিরোধীদের কাছে সহযোগিতার আর্জিও জানিয়েছেন তিনি। আগামীকাল সংসদের অধিবেশন শুরু হচ্ছে। যদিও বিরোধীরা বলেছে, সরকারের সিদ্ধান্তে ‘পরিকল্পনার ছাপ নেই’। ‘তড়িঘড়ি’ নোট বাতিলের ঘোষণা করায় দেশে ‘আর্থিক বিশৃঙ্খলা’ তৈরি হয়েছে।
রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ অভিযোগ করেছেন যে, নোট বাতিলের খবর বিজেপি নেতা সহ কিছু লোকের কাছে আগাম চলে গিয়েছিল। এই ঘটনাকে ‘বড়সড় দুর্নীতি’ বলেও অভিযোগ করেছেন তিনি। যদি তাঁর দল কংগ্রেস সিদ্ধান্ত প্রত্যাহারের পক্ষে নয় বলেও জানিয়েছেন আজাদ।
সর্বদল বৈঠকের সমাপ্তি ভাষণে প্রধানমন্ত্রী লোকসভা ও রাজ্য বিধানসভাগুলির ভোট একসঙ্গে সরকারি তহবিলে করার পক্ষে সওয়াল করেছেন। এ বিষয়ে সংসদে সহমতে আসার জন্য বিতর্কও চেয়েছেন মোদী।
প্রধানমন্ত্রী বলেছেন, সরকার সমস্ত বিষয়ে আলোচনা এবং বিরোধীদের তোলা প্রশ্নের জবাব দিতে আগ্রহী। সংসদের আসন্ন অধিবেশন ফলপ্রসু হবে বলেও আশা প্রকাশ করেছেন। এই প্রসঙ্গে সমস্ত দলগুলির সহযোগিতায় গত অধিবেশন পণ্য পরিষেবা কর বিল পাশ হওয়ার প্রসঙ্গও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্নীতি, কালো টাকা ও জাল নোটের বিরুদ্ধে ধর্মযুদ্ধ ঘোষণা করেছি আমরা। কালো টাকা, জাল নোট সীমান্ত পারের সন্ত্রাসবাদের পিছনেও রয়েছে। তাই এই ইস্যুতে জাতীয় স্বার্থে সব দলগুলির এক জোট হওয়া উচিত’।
বৈঠক শেষে মোদীর এই মন্তব্য সম্পর্কে সংবাদমাধ্যমকে জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার।
নোট বাতিল দুর্নীতি ও কালো টাকার বিরুদ্ধে ‘ধর্মযুদ্ধ’,সর্বদল বৈঠকে বললেন মোদী
ABP Ananda, web desk
Updated at:
15 Nov 2016 09:05 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -