মুম্বই: নরেন্দ্র মোদীর ৫০০, ১০০০ টাকার নোট নিষিদ্ধ করার পদক্ষেপের জেরে দেশজুড়ে তৈরি হওয়া চরম অনিশ্চয়তার প্রেক্ষাপটে কী বললেন আমির খান? প্রধানমন্ত্রীর ঘোষণামতো বৃহস্পতিবার থেকে ব্যাঙ্কে বাতিল নোট জমা দিয়ে নতুন নোট পাওয়ার কথা, শুক্রবার থেকে চলার কথা ছিল এটিএমও। কিন্তু বাস্তব ঘটনা হল, পর্যাপ্ত নতুন নোটের সরবরাহ নেই। এটিএম থেকে চাহিদামতো ৫০০, ১০০০ –এর বদলি নতুন নোট মিলছে না। অনেক এটিএমের ঝাঁপই বন্ধ রয়েছে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে গ্রাহকদের। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা দূর অস্ত। কিন্তু বলিউড তারকার মত, স্বল্পমেয়াদি দুর্ভোগ উপেক্ষা করে মানুষের উচিত, যেটা দেশের জন্য ঠিক, সেটাই করা। তিনি বলেছেন, আমার ঘরে টাকা পড়ে নেই। তাই যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তাতে আমি মোটেই বিচলিত নই। সৌভাগ্যবশতঃ আমি যাবতীয় কর দিই, তাই আমার কোনও ভয় নেই।


৫১ বছর বয়সি তারকার বক্তব্য, কোনটা দেশের জন্য ভাল, সেটা বোঝাই বেশি জরুরি। কোনও সিদ্ধান্তের স্বল্পমেয়াদি ফলের দিকে না তাকানোই উচিত। দেশের স্বার্থে যেটা দরকার, সেটা করতে হবে আমাদের। যদি  এজন্য এমনকী আমার ছবিরও লোকসান হয়, তবে সেটাও মেনে নিতে হবে।