নয়াদিল্লি:  নোট বাতিলের পর এটিএম এবং ব্যাঙ্ক থেকে টাকা তোলার ক্ষেত্রে নির্ধারিত সীমা বেঁধে দিয়েছিল কেন্দ্র। এবার আমজনতার হয়রানি লাঘব করতে, সেই নির্ধারিত সীমা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত। আগামী ৩০ ডিসেম্বরের পর থেকে ব্যাঙ্ক বা এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে আর কোনও নির্ধারিত সীমা থাকবে না। এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন অর্থ দফতরের প্রতিমন্ত্রী সন্তোষ গাঙওয়ার। তিনি এই সিদ্ধান্তের সঙ্গে একথাও জানিয়েছেন, এইমুহূর্তে ব্যাঙ্ক ও এটিএমগুলোতে পর্যাপ্ত পরিমাণের নগদ রয়েছে। টাকা বেশি পরিমাণের তুললে কোনও সমস্যা হবে না বলে জানিয়েছেন সন্তোষ গাঙওয়ার।


তাঁর কাছে জানতে চাওয়া হয়, এইমুহূর্তেই কী টাকা তোলার সীমা স্বাভাবিক হয়ে যাবে। এপ্রসঙ্গে সন্তোষ বাবুর মত, তিনি সেই সিদ্ধান্তেরই পক্ষে, এবং এবিষয় নিয়ে আলোচনাও চলছে।

কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার পর এটিএম ও ব্যাঙ্ক থেকে টাকা তোলার ক্ষেত্রে সীমা বেঁধে দেওয়া হয়। বর্তমানে একদিনে এটিএম থেকে আড়াই হাজার তোলা যেত এবং ব্যাঙ্ক থেকে সপ্তাহে ২৪ হাজার টাকা তোলা যেত। তবে চেক বা ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে কোনও নির্ধারিত সীমা ছিল না।

প্রসঙ্গত, গত ১৬ ডিসেম্বর, অর্থ সচিব অশোক লাভাসা ইঙ্গিত দেন, আগামী ৩০ ডিসেম্বরের পর ব্যাঙ্ক ও এটিএম থেকে টাকা তোলার সীমাটি পর্যালোচনা করে দেখা হবে।